শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

যশোরে বজ্রপাতে একই স্কুলের ৫ শিক্ষার্থী আহত

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ১১ জুলাই ২০২৪, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

যশোরে বজ্রপাতে একই স্কুলের ৫ শিক্ষার্থী আহত

যশোরে খেলার সময় বজ্রপাতে একই স্কুলের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার ভায়না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাইবান্ধায় বজ্রপাতে যুবকের মৃত্যু 

আহত শিক্ষার্থীরা হলেন - ভায়না রাজাপুর গ্রামের আব্দুল করিমের ছেলে নিরব (১০), একই গ্রামের আব্দুল রহিমের ছেলে মাহিম (১০), হাদিউজ্জামানের ছেলে জিম (১০), রাসেল লস্করের মেয়ে সুমাইয়া (১০) এবং পলাশ শেখের মেয়ে লামিয়া আক্তার (১০)।

হাসপাতালে আহত শিক্ষার্থী মাহিমের পিতা আব্দুর রহিম জানান, ছেলে ভায়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। দুপুরে টিফিনের সময় বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠে বৃষ্টির মধ্যে খেলা করছিল। হঠাৎ করে দুপুর আড়াইটার দিকে বাজ্রপাত হয়। এতে পাঁচজন আহত হয়।

আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে যুবকের মৃত্যু


বিজ্ঞাপন


যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ডাক্তার জুবায়ের আহম্মেদ জানিয়েছেন, আহতদের ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এখন তারা আশঙ্কমুক্ত আছেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর