মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ঢাকা

চট্টগ্রামে ৫ম দিনের অবরোধ কর্মসূচি সমাপ্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে ৫ম দিনের অবরোধ কর্মসূচীর সমাপ্তি

কোটা সংস্কারের দাবিতে প্রায় আট ঘণ্টা অবরোধের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের ৫ম দিনের সড়ক ও রেলপথ অবরোধ তুলে দেওয়া হয়েছে। 

বুধবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে নগরের দেওয়ানহাটে ও টাইগার পাসে শুরু হওয়া অবরোধ কর্মসূচির সমাপ্তি হয় সন্ধ্যা ৭টায়। এরপর তারা পরের দিনের (১১ জুলাই) কর্মসূচি ঘোষণা করেন। 


বিজ্ঞাপন


পরের দিনের কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, আগামীকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলবে। আমরা আমাদের দাবি আদায়ে অটল। 

এসময় চট্টগ্রামে ৫টি ট্রেন আটকা পড়ে প্রায় পাঁচ হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। জ্যামে পড়ে যান চলাচল বন্ধ থাকে গুরুত্বপূর্ণ সড়কপথগুলো। এতে যাত্রীরা নির্ধারিত সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেননি। 

আরও পড়ুন—

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর