শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান রিমু ৯ দিন পর জামিনে মুক্ত

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৪, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান রিমু ৯ দিন পর জামিনে মুক্ত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু ৯ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে জামালপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক তাকে জামিন দেন।


বিজ্ঞাপন


FB_IMG_1720524270825

পরে বিকেলে জেলা কারাগার থেকে বের হলে মাদারগঞ্জের শত শত মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

২০২০ সালের ২৫ এপ্রিল মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসী হামলায় আহত সার ব্যবসায়ী নওশের আলী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই হত্যা মামলায় পুলিশের তৃতীয়বারের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমুর নাম উঠে আসলে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে উপজেলা নির্বাচন করেন তিনি।

FB_IMG_1720524268488


বিজ্ঞাপন


নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও তিনবারের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

গত ৩০ জুন জামিনের মেয়াদ শেষ হলে  গত ১ জুলাই জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।

আরও পড়ুন

হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান কারাগারে

এরপর থেকে তার মুক্তির দাবিতে মাদারগঞ্জ উপজেলায় হরতাল, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ লাগাতার আন্দোলন করে আসছিলেন তার কর্মী সমর্থকরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর