চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলে কৃষি খেতে কাজ করার সময় মিলন আলী (৪০) নামে এক কৃষককে কামড় দিয়েছে বিষধর ‘রাসেলস ভাইপার’। কামড় খেয়ে জীবিত অবস্থায় সাপটিকে ধরে বস্তায় ভরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ওই কৃষক।
সোমবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মার চরে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মিলন পাঁকা ইউনিয়নের বোগলাগুড়ি গ্রামের মো. তফজুল হোসেনের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
মিলন আলী বলেন, সকাল থেকে পদ্মার চরে কৃষি খেতে কাজ করছিলাম। এ সময় একটি সাপ কামড় দেয়। আমার চিৎকারে স্থানীয়রা দ্রুত ছুটে এসে রাসেলস ভাইপার সাপটিকে দেখতে পান। পরে সাপটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষ হয়েছে। এখন সুস্থ আছি। কোনো সমস্যা হচ্ছে না।
বিজ্ঞাপন
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা সেলিম রেজা বলেন, মিলন আলির অবস্থা ভালো। অনেকে সাপে দংশনের পর কবিরাজ কিংবা ওঝার কাছে যান। সেটা না করে মিলন আলী দ্রুত হাসপাতালে চলে এসেছেন। বর্তমানে মিলন আলী ভালো আছেন।
প্রতিনিধি/এসএস