সরকারি চাকরিতে কোটা বাতিলসহ চার দফা দাবিতে বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘন্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
রোববার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রংপুরে কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ
অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বিজ্ঞাপন
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, 'বিডি ব্লকেড কর্মসূচির আওতায় আমরা হাবিপ্রবি শিক্ষার্থীরা আজ ক্যাম্পাসের সামনের মহাসড়ক অবরোধ করি। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আমাদের কর্মসূচি পালিত হয়। আমরা আহবান জানাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের যাতে তারা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে আমাদের প্রোগ্রামে আগামী দিন থেকে যুক্ত হন।'
পরবর্তী কর্মসূচির বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, 'আমাদের পরবর্তী কর্মসূচি পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে।'
প্রতিনিধি/ এমইউ