নোয়াখালীর বেগমগঞ্জের মিরওয়ারিশপুর ইউনিয়ন থেকে ডাকাতির প্রস্তুতিকালে রাতভর অভিযান চালিয়ের ৮ ডাকাত ও তাদের ১ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র, গ্রিল কাটার, ৫টি বড় ছোরা উদ্ধার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন স্থান থেকে স্বার্ণালংকার উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব জানান, বেগমগঞ্জ ও এর আশপাশে বেশ কিছু ডাকাতির ঘটনা তদন্তে ডাকাত সর্দার কামালের নাম উঠে আসে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার কামাল ও তার সহযোগী শামীম, রায়হান, মিরাজ, শরীফ, হেলাল উদ্দিন, সালা উদ্দিন ও হাসানকে গ্রেফতার করে। কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, লুন্ঠনসহ ১৬টি মামলা আছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, চট্রগ্রামে বসে তারা ডাকাতির পরিকল্পনা করে। নোয়াখালীতে স্থানীয় এজেন্ট রায়হান বিভিন্ন বাড়ি চিহ্নিত করে তথ্য সংগ্রহ করে। পরে কামাল ডাকাত দল নিয়ে ডাকাতি করে আবার চট্রগ্রাম চলে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস