মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

অজু করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৪, ০৮:০০ এএম

শেয়ার করুন:

loading/img

কুমিল্লার দেবীদ্বারে অজু করতে গিয়ে পুকুর ঘাটে পিছলে পড়ে পানিতে ডুবে আব্দুর রহমান নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার থানা গেইট এলাকার ওমান কাসেমের বাড়ির মসজিদে আছরের নামাজ পড়তে গিয়ে পাশের পুকুরের ঘাটলায় অজু করার সময় এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন মিয়া। 

শিশু আব্দুর রহমান উপজেলার উজানীজোড়া গ্রামের ওমান প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। সে পরিবারের সঙ্গে দেবীদ্বার সদরের থানা গেইট এলাকা সংলগ্ন মুক্তি ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করতো। সে স্থানীয় বিএম আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।


বিজ্ঞাপন


স্থানীয়দের বরাত দিয়ে ওসি নয়ন মিয়া জানান, মসজিদেই মুসল্লিদের জন্য অজুখানা রয়েছে। কিন্তু আব্দুর রহমান অজু করার জন্য পুকুর ঘাটে যায়। সে সময় ঘাটে তেমন লোকজন ছিল না। এসময় ঘাটে পিছলে পড়ে পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন