বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

‘আমার সন্তানকে কখনই পোষ্য কোটার সুবিধা নিতে দেব না’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৬ জুলাই ২০২৪, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

‘আমার সন্তানকে কখনই পোষ্য কোটার সুবিধা নিতে দিব না’

পোষ্য কোটা চান না জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ‍্যাপক সাদিক হাসান শুভ।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই মতামত ব‍্যক্ত করেন।


বিজ্ঞাপন


তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আল্লাহর রহমতে যথেষ্ট প্রিভিলেজড। আমি কখনই আমার সন্তানকে পোষ্য কোটার সুবিধা নিতে দিব না। যে ছেলে/মেয়েটি দরিদ্রতা ও নানা প্রতিকূলতার সাথে লড়াই করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসে, তাকে বঞ্চিত করে আমার সন্তানের মতো প্রিভিলেজড কেউ কোটা সুবিধা ভোগ করলে তা হবে ভয়ানক অনৈতিক এবং অমানবিক।’

আরও পড়ুন

রংপুরে কোটা সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ‍্য কোটা থাকার প্রয়োজন আছে কি না জানতে চাইলে তিনি ঢাকা মেইলকে বলেন, সংবিধানের ২৯ (৩) অনুচ্ছেদে অনগ্রসর অংশের অনুকূলে বিশেষ বিধান প্রণয়নের কথা বলা হয়েছে। কোটা অনগ্রসর অংশের জন্য, সবার জন্য না। আমি ও আমার পরিবার প্রিভিলেজড, অনগ্রসর নই সুতরাং এই কোটা আমার জন্য না।

এছাড়াও তিনি আরেক প্রশ্নের উত্তরে বলেন, পোষ‍্য কোটার জায়গায় দরিদ্রতা ও নানান প্রতিকূলতার সাথে লড়াই করা মেধাবী ও যোগ‍্যরা আসুক সেটাই আমি চাই।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর