মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

কৃষকের ২০০ কলা গাছ কেটে দিল প্রতিপক্ষ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৪, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ভায়েলাবুনিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ২০০ কলা গাছ কেটে দিয়েছেন মো. মোশাররফ হোসেন খান নামের প্রতিপক্ষ।

গত মঙ্গলবার (২ জুলাই) সকালে ভায়েলাবুনিয়া গ্রামে এমন নাশকতার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এ ঘটনায় শুক্রবার (৫ জুলাই) সকাল ৯টায় কৃষক দিলীপ কুমার মিস্ত্রী বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে এলাকার প্রভাবশালী মো. মোশারফ হোসেন খান ও দিলীপ কুমার মিস্ত্রীর সঙ্গে বিবাদ চলছিল । এর জেরে বিভিন্ন সময় গ্রামের সংখ্যালঘু পরিবারটিকে নানা ভয়ভীতি দেখাতেন মোশারফ ও তার লোকজন। এমনকি বিভিন্ন সময় নানাভাবে হয়রানি ও ক্ষতিও করতেন।  জমি নিয়ে শালিস-বিচারের চেষ্টা করা হলেও মোশারফ তা প্রত্যাখ্যান করতেন।

আরও পড়ুন

চুরি করা মিটার ফেরত দিতে চোরের চিরকুট! 

বাদীর অভিযোগে আরও জানা গেছে, তার বাবার থেকে পাওয়া সম্পত্তি বাংলাদেশ সরকার বেড়িবাঁধের জন্য একোয়ার করে নেয়। ওই সম্পত্তিতে তিনি কলা গাছ রোপণ করেন। ঘটনার দিন সকালে বাড়িতে না থাকার সুযোগে মোশারফসহ তার লোকজন বাগানের দুই শতাধিক কলাসহ গাছ কেটে দেয়। বাড়ি ফিরে বিষয়টি জানতে চাইলে মোশারফ হোসেন ওই অসহায় কৃষককে অশ্লীল ভাষায় গালাগাল করে ভয় ভীতি ও খুন করার হুমকি দেয়।


বিজ্ঞাপন


অসহায় কৃষক দিলীপ কুমার মিস্ত্রী বলেন, আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত মো. মোশারফ হোসেন খান বলেন, আমার জমি তিনি সেখানে কলাগাছ লাগিয়েছেন। আমি সেখানে চাম্বল গাছ লাগব। এর জন্য কিছু কলা গাছ ছিল সেগুলো তুলে ফেলছি।

এ ব্যাপারে কাঁঠালিয়া থানার ওসি মো. নাসির উদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন