শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

ভারী বৃষ্টিপাতে উখিয়ায় পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ১৯ জুন ২০২৪, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

ভারী বৃষ্টিপাতে উখিয়ায় পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ জন। এর মধ্যে দু’জন স্থানীয় বাসিন্দা এবং আটজন রোহিঙ্গা। 

বুধবার (১৯ জুন) ভোরে উখিয়ার ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ পাহাড় ধসের এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান।


বিজ্ঞাপন


পাহাড় ধসে নিহতরা হলেন - উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট-এর মোহাম্মদ হারেস (২), ক্যাম্প-১ ওয়েস্ট-এর ফুতুনী (৩৪), ক্যাম্প-১০ ব্লক এফ/১০-এর মোহাম্মদ কালাম, সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, ক্যাম্প -৯,ব্লক বি/১৪-এর মো. হোসেন আহমেদ ও তার স্ত্রী আনোয়ারা বেগম এবং স্থানীয় বাঙালি ও থাইংখালি' উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল করিম আর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার আলী জহুরের ছেলে মো. হোসেন আহমেদ (৫০)।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার

নিহত আব্দুল করিমের (১২) বাবা মোহাম্মদ শাহ আলম জানান, রাতে খাওয়া-দাওয়া শেষ করে বাড়ির সবাই ঘুমিয়েছিলাম। মাঝরাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়। ভোরে হঠাৎ বাড়ির পাশের রোহিঙ্গা ক্যাম্প থেকে পাহাড় ধসে এসে আমাদের ঘরে পড়ে। তখন আমরা কয়েকজন বের হতে পারলেও আমার ছেলে বের হতে পারেনি। মাটিচাপা পড়ে তার মৃত্যু হয়। 

আরআরআরসি জানায়, নিহতদের দু’জন স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে আছেন চট্টগ্রামের সাতকানিয়া এলাকার হোসেন আহমেদ ও ১৪ নম্বর ক্যাম্পে মারা যাওয়া আব্দুল করিম।


বিজ্ঞাপন


উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জন স্থানীয় বাসিন্দা এবং আটজন রোহিঙ্গা। ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের অনুদান দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শরণার্থী দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী
 
এদিকে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী পরিচালক আব্দুল হান্নান জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১২টা থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় আরআরআরসি কমিশনার মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, ক্যাম্পে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়া হয়েছে। আরও কেউ ঝুঁকিপূর্ণ আছে কিনা দেখে তাদেরও সরিয়ে নেওয়ার কাজ চলছে।

ভারী বৃষ্টিপাতের কারণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর