বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি তুলে চাঁদা দাবি, গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৪, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি তুলে চাঁদা দাবি, গ্রেফতার ৪

বরিশালের মেহেন্দিগঞ্জে কৌশলে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি মোবাইল ফোনে ধারণ করে চাঁদা দাবির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ জুলাই) রাতে মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


এ ঘটনায় ভুক্তভোগী নারীর করা পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের রকি ঢালী (২৫), রিদয় মিস্ত্রি (২৩), হাসান ঢালী (২৭) ও শিমুল চন্দ্র দাশ (৩০)।

ভুক্তভোগী নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেফতার যুবকরা গত ১ জুলাই রাতে কৌশলে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি মোবাইল ফোনে ধারণ করে। পরে হাসান ঢালী নামে গ্রেফতার যুবক ভর্ষা চৌধুরী নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি ভুয়া আইডি খুলে ম্যাসেঞ্জারের মাধ্যমে ওই নারীর প্রবাসী স্বামী আনোয়ার হোসেনের ম্যাসেঞ্জারে ছবি পাঠায়। এ জন্য তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা না দিলে তার স্ত্রীর ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়।

আরও পড়ুন

শিশু বলাৎকারের অভিযোগে গ্রাম পুলিশ গ্রেফতার

বিষয়টি জানতে পেরে গত ২ জুলাই সন্ধ্যায় অভিযুক্ত প্রবাসীর স্ত্রী থানায় অভিযোগ করলে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মিঠু আহমেদ অনুসন্ধান করে তথপ্রযুক্তির মাধ্যমে চক্রদের শনাক্ত করে। পরে বুধবার ভুক্তভোগী নারী মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মিঠু আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ওইদিন রাতেই আসামিদের গ্রেফতার করেন।

এসআই মো. মিঠু আহমেদ বলেন, গ্রেফতারের পর আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে চাঁদা দাবির তথ্য প্রমাণ পাওয়া গেছে। সেই সঙ্গে তাদের ব্যবহৃত মোবাইল ফোনসহ মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর