যশোরের চৌগাছায় দিলীপ দাস (৪০) নামের এক গ্রাপুলিশের বিরুদ্ধে ৫ বছরের শিশু বলাৎকারের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে নারায়ণপুরের বড়খানপুর দাসপাড়ায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এ ঘটনায় অভিযুক্ত দিলীপ দাসকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
দিলীপ দাস উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মনোহার দাসের ছেলে ও পেশায় ইউনিয়নের গ্রাম পুলিশ।
ভুক্তভোগী শিশুর বাবা সুশান্ত দাস বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিশুকে নিজ বাড়ির ছাদে নিয়ে যায় দিলীপ। পরে মুখ চেপে ধরে শিশুটিকে বলাৎকার করে। কিছুক্ষণ পর শিশুটি অসুস্থ বোধ করলে তার পরিবারকে জানায়। ঘটনাটি জানার পর থানায় অবহিত করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয় শিশুটি। পরে শিশুটির বাবা বাদী হয়ে চৌগাছায় থানায় মামলা করলে অভিযুক্ত দিলীপকে গ্রেফতার করে থানা পুলিশ।
বিজ্ঞাপন
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস