শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৪, ০৯:৪৫ পিএম

শেয়ার করুন:

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিক্ষার্থীর

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে নীরব (৯) নামের এক শিক্ষার্থী মারা গেছেন।

৩ জুলাই বুধবার সন্ধ্যায় উপজেলার দহেরপাড় গ্রামে ওই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকদল নেতার মৃত্যু

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নীরব দহেরপাড় গ্রামের মোতালেব মিয়ার ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করতো।

নিহত শিশুর পরিবারের বরাতে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে শিশু নীরব প্রতিবেশী লাবলু মিয়ার বাড়িতে টিউবওয়েলের সঙ্গে লাগানো বৈদ্যুতিক মোটরের সংযোগস্থলের রড স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে বাড়ির লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 

চিকিৎসক তৌহিদুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর