সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লক্ষীপাশায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৪, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

লক্ষীপাশায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তা বাজার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক খুদ্র ব্যবসায়ী পথে বসেছে।

বুধবার (৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


এ সময় লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায়ের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ অভিযানে অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে এসব অবৈধ স্থপনা উচ্ছেদ অভিযানে মাইকিং করা হলে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীরা তাদের স্থপনা সরিয়ে নেন।

চায়ের দোকানদার ঝন্টু খান বলেন, আমার পরিবারে ৯ জন সদস্য। ঋণ করে মহাসড়কের পাশে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতাম। প্রশাসন আমার চায়ের দোকানটি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি।

আরও পড়ুন

অভয়নগরে দুই যুগ দখলে থাকা সরকারি রাস্তা উদ্ধার

কাঁচামাল ব্যবসায়ী নাঈম বলেন, ফুটপাতে বসে কাঁচা মালের ব্যবসা করতাম। পৌর কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসেছে।

মুরগি ব্যবসায়ী নাসির উদ্দীন বলেন, মহাসড়কের পাশে খাঁচা বানিয়ে মুরগির ব্যবসা করতাম। হঠাৎ করে প্রশাসন দোকানটি ভেঙে দেওয়ায় আমার রোজগারের পথ বন্ধ হয়ে গেল।

উচ্ছেদ অভিযানের বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম বলেন, লক্ষীপাশা বাজার এলাকা একটি দুর্ঘটনা প্রবণ এলাকা। বিভিন্ন সময়ে লক্ষীপাশা চৌরাস্তা এলাকার মহাসড়কের ওপর দুর্ঘটনা ঘটে থাকে। রাস্তাটি প্রশস্ত করার উদ্দেশে আজকের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন সড়কের পাশে যারা অবৈধ স্থাপনা গড়ে ব্যবসা করতেন, এর আগে তাদেরকে বিভিন্ন সময়ে মাইকিং করে অবৈধ স্থপনা সরানোর নির্দেশ দিলেও সময়মত তা সরিয়ে নেয়নি। যার কারণে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর