সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় বিএনপির ২৯ নেতাকর্মী জেলহাজতে

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৪, ০৬:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

চুয়াডাঙ্গায় বিশেষ ক্ষমতা আইন, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দু’টি মামলায় বিএনপির ২৯ নেতাকর্মীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দু’টি মামলার একটিতে ১৪ জন ও অপরটিতে ১৫ জনকে কারাগারে পাঠানো হয়।


বিজ্ঞাপন


বুধবার (৩ জুলাই) দুপুরে মামলা দু’টিতে জামিন নিতে বিএনপির নেতাকর্মীরা আদালতে আত্মসর্ম্পণ করেছিলেন।

আরও পড়ুন

সন্ধ্যায় বাসায় ফিরবেন খালেদা জিয়া

চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বেলাল হোসেন জানান, গত বছরের অক্টোবর মাসে দামুড়হুদা উপজেলার দর্শনা থানা এলাকায় বিএনপি নেতাকর্মীরা বেআইনি কার্যকলাপে লিপ্ত হয়। তারা বেআইনিভাবে সমবেত হয় এবং বিস্ফোরকদ্রব্য ব্যবহার করে মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে। পুলিশ দুই স্থান থেকে ১৬টি বোমা সদৃশ্য বস্তু, প্লাস্টিকের জিআই পাইপ, কাঠের বাটাম ও লোহার রডসহ বিশৃঙ্খলা সৃষ্টির কাছে ব্যবহৃত বিভিন্ন দ্রব্য উদ্ধার করে।

আরও পড়ুন

নাটোর জেলা বিএনপির আহবায়ক বাচ্চুকে কুপিয়েছে দুর্বৃত্তরা

এসব কার্যকলাপের কারণে দর্শনা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। ওই দু’টি মামলায় জামিন পেতে আজ বুধবার চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসর্ম্পণ করে জামিনের আবেদন করেন ২৯ জন বিএনপি নেতাকর্মী।

আদালতের বিজ্ঞ বিচারক রিপন হোসেন উভয় পক্ষের বক্তব্য শুনে সবার জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর