রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে এমসি কলেজের শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ০৯:৪৭ এএম

শেয়ার করুন:

সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে এমসি কলেজের শিক্ষার্থী নিহত

সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে এমসি কলেজের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সড়কের বাজার এলাকার রামপুর যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


কানাইঘাট থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু

নিহত শাহরিয়ার আহমদ স্বপন (১৯) সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের বিএ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ভরন গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

কানাইঘাট থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, স্বপন মোটরসাইকেলযোগে জকিগঞ্জ থেকে সিলেট আসছিলেন। পথে কানাইঘাট উপজেলার রামপুর যাত্রীছাউনি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা হঠাৎ করে মূল সড়কে উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর