বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাচোলে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ০১:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আব্দুস শামীম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাতে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটনা।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তি হলেন, কসবা ইউনিয়নের আখিলা গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে আব্দুস শামীম।

আরও পড়ুন

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

স্থানীয়রা জানান, রাত ২টার দিকে ঘর থেকে বের হয়ে রেললাইনের পাশে হাঁটাহাঁটি করছিলেন আব্দুস শামীম। এ সময় রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আমনুরা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নরেশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন