বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ০৮:৩১ এএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রামের পটিয়ায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় লায়লা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৫টায় উপজেলার বাহুলী এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তঃনগর ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই বৃদ্ধার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


নিহত লায়লা বেগম চট্টগ্রামের চন্দনানাই পৌরসভার জোয়ারা গ্রামেন চৌধুরীপাড়ার মৃত জরিফ আহম্মদ চৌধুরীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ভোরে নামাজ পড়ে রেললাইনে হাঁটার সময় ট্রেন ধাক্কা দেয়। তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেছনে রেলওয়ে ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

ট্রেন লাইনের ওপর পড়ে ছিল মস্তকবিহীন যুবকের লাশ

খবর পেয়ে সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম জিআরপি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে পুরো বিষয়টি সরেজমিন তদন্ত করেন। পটিয়া পৌরসভার ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফেরদৌস বেগম বলেন, খবর পেয়ে আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি।


বিজ্ঞাপন


নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার নেজাম উদ্দিন বলেন, মহিলাটি সকালে ডায়াবেটিসের কারণে হাঁটতে বের হলে হঠাৎ ট্রেনের ধাক্কায় নিহত হয় বলে পরিবার থেকে বলা হয়। পরে তদন্তে তা পাওয়ায় পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন