শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাটোরে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

নাটোরের বাগাতিপাড়ায় সুফিয়া বেগম নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী আসমত আলী পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূ সুফিয়া বেগম উপজেলার একই এলাকার আসমত আলীর স্ত্রী।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামির মোটরসাইকেল শোডাউন 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধ নিয়ে মাঝে মধ্য তাদের স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকতো। শুক্রবার সকালে স্বামী আসমত আলী ফোন করে তার ভাতিজা আনোয়ারকে তাদের বাড়িতে আসতে বলে। পরে ভাতিজা আনোয়ার বাড়িতে এসে ঘরের মেঝেতে গৃহবধূর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। পরে আশপাশের মানুষ বাড়িতে এসে বিষয়টি পুলিশকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনার পর থেকেই তাদের ৮ বছরের সন্তান নিয়ে স্বামী আসমত আলী পলাতক রয়েছেন।


বিজ্ঞাপন


ওসি নান্নু খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার পর থেকে স্বামী আসমত আলী পলাতক রয়েছে। তাকে আটকে পুলিশ অভিযানে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর