মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামির মোটরসাইকেল শোডাউন 

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ১০:০৫ এএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামির মোটরসাইকেল শোডাউন 

লক্ষ্মীপুরে আলোচিত শিশু লামিয়া হত্যা মামলার আসামি শাহজালাল মোল্লা ওরফে লেকু মোল্লা জামিনে এসে শতাধিক মোটরসাইকেল নিয়ে এলাকায় শোডাউন করেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। 

বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১১টার দিকে সদর উপজেলার চর রহমনী মোহন ইউনিয়নের ঐতিহ্যবাহী করাতির হাট বাজার এলাকায় এ মোটরসাইকেল শোডাউন চোখে পড়ে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ

নিহত শিশু লামিয়া ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড) ভোলার চরের (উদয়পুর গ্রামের) আল আমীনের মেয়ে। 

জামিনপ্রাপ্ত শাহজালাল মোল্লা লক্ষ্মীপুর সদর উপজেলার ২০ নম্বর চর রমণী মোহন ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড) উত্তর চর রমণীর গ্রামের রকমান মোল্লার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মে শিশু লামিয়া হত্যা মামলার আসামি হিসেবে শাহজালাল মোল্লাকে গ্রেফতার করে সদর মডেল থানার পুলিশ। দীর্ঘ দিন শাহজালাল কারাবন্দী ছিলেন। সম্প্রতি তিনি লক্ষ্মীপুর জজকোর্ট থেকে জামিন পান। ওই দিন আবার তাকে ভোলার একটি হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়। বৃহস্পতিবার দুপুরে ভোলার আদালত থেকে তিনি জামিন পান। তার জামিনে আসার খবর ছড়িয়ে পড়লে তার অনুসারীরা মোটরসাইকেল ও ফুলের মালা নিয়ে শোডাউন করে। এ সময় বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত, অভিযুক্ত গ্রেফতার

উল্লেখ্য, শাহজালাল মোল্লা শিশু লামিয়া হত্যা মামলাসহ একাধিক হত্যা, চুরি ও ডাকাতি মামলার আসামি। 

এ বিষয়ে ঢাকা মেইলকে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা বলেন, আমরা খবর পেয়েছি একটি হত্যা মামলার আসামি জামিনে এসে মোটরসাইকেল শোডাউন দিচ্ছে এলাকায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর