রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মুজিবনগরে ইউপি চেয়ারম্যানের ভাইসহ ৩ মাদককারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ২৮ জুন ২০২৪, ০৭:৩৩ এএম

শেয়ার করুন:

loading/img

মেহেরপুরের মুজিবনগরে ফেনসিডিলসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মহাজনপুর-মেহেরপুর রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেনের ছোট ভাই আলী ইয়াসিন, মহাজনপুর গ্রামের উত্তর পাড়ার দৌলত শেখ, একই গ্রামের হালিম আলী।

আরও পড়ুন

স্কুলছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত, অভিযুক্ত গ্রেফতার

ডিবির উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাজনপুর-মেহেরপুর রোডের কোনো একটি স্থান থেকে মাদকের চালান ফরিদপুরে যাবে। এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। এ অভিযান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন