মেহেরপুরের মুজিবনগরে ফেনসিডিলসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মহাজনপুর-মেহেরপুর রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেনের ছোট ভাই আলী ইয়াসিন, মহাজনপুর গ্রামের উত্তর পাড়ার দৌলত শেখ, একই গ্রামের হালিম আলী।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাজনপুর-মেহেরপুর রোডের কোনো একটি স্থান থেকে মাদকের চালান ফরিদপুরে যাবে। এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। এ অভিযান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস