চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিক্সার তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের কচ্চপিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নাটোরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনায় আহতরা হলেন - উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গজারিয়া গ্রামের মো. ওয়াসিমের ছেলে মো. আরিয়ান হোসেন (২), একই এলাকার আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ আল আমিন (৪) ও মোহাম্মদ সুমন (১৮)। আহতরা মিরসরাই পৌর সদরের সেবা আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ব্যাটারিচালিত অটোরিক্সায় করে কচ্ছপিয়া নামক এলাকায় যাচ্ছিলেন যাত্রীরা। হঠাৎ পেছন দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক উল্টো সাইডে এসে সজোরে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে অটোরিক্সাটি সড়কের পাশে দুমড়ে মুচড়ে যায়।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে জিপ উল্টে নিহত ১, আহত ২
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি এবং চালক আমাদের হেফাজতে রয়েছে।
প্রতিনিধি/ এমইউ