বরিশালের গৌরনদী পৌরসভায় মেয়র পদের উপনির্বাচনে ঘুষের টাকাসহ একজন প্রিসাইডিং অফিসার ও দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে করা আটক হয়েছে।
পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকাকালে ঘুষের টাকাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের আটক করে পুলিশে তুলে দেন।
বিজ্ঞাপন
বুধবার (২৬ জুন) দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।
আটক ব্যক্তিরা হলেন- পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার গৌরনদী সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক সাইদুর রহমান।
অন্য দু’জন সহকারী প্রিসাইডিং অফিসার হলেন- উত্তর কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র।
বিজ্ঞাপন
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, আইন অনুযায়ী তাদের গ্রেফতার করা হয়েছে। এখন তারা থানায় আছে। তাদের বিরুদ্ধে মামলা হবে। তাদের ডিপার্টমেন্ট থেকে চাকরিচ্যুতের জন্য বলা হবে।
তথ্য মতে, গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের (মোবাইল ফোন মার্কা) কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের জেরার মুখে ঘুষ গ্রহণের কথা স্বীকার করেন অভিযুক্তরা।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ম্যাজিস্ট্রেট মহোদয়রা আটক ব্যক্তিদের কাছে টাকা পেয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, বুধবার সকালে বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বরিশাল গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। তার পদত্যাগের কারণে মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন জেলার জ্যেষ্ঠ নির্বাচন অফিসার। এ পৌরসভার প্রায় ৩৭ হাজার ২৪৩ জন ভোটার নয়টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে।
প্রতিনিধি/এসএস