চাহিদা মতো ঘুষের টাকা দিতে না পারায় হত্যার উদ্দেশে হামলা চালিয়ে জখমের মামলার চার্জশিট না দেওয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিরুদ্ধে।
বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার বারঘোরিয়া এলাকায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বারঘোরিয়া তহসিলপাড়ার রঙ মিস্ত্রি রতন কুমার পাল। তার বক্তব্য থেকে জানা যায়- জমি সংক্রান্ত বিরোধের জেরে ২৬ জানুয়ারি রতন কুমার পাল, তার বড় ভাই কার্তিক কুমার পাল ও ভাবি চায়না রানীর ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।
![]()
২৯ জানুয়ারি এ ঘটনায় প্রতিবেশী কমল পাল, সুবোল পাল, বলরাম পালসহ ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে হত্যার উদ্দেশে হামলা, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করেন কার্তিক কুমার পাল। কিন্তু মামলা দায়েরের পর ৫ মাস পার হয়ে গেলেও এখনও চার্জশিট দেয়নি পুলিশ।
সংবাদ সম্মেলনে রতন কুমার পাল বলেন, মামলার খরচ বাবদ ১২ হাজার টাকা দেওয়া হয় হয় তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুবুর রহমানকে। কিন্তু চার্জশিট দেওয়ার জন্য আরও ৬০ হাজার টাকা দাবি করেন তিনি। চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারায় মামলার চার্জশিট দেওয়া হচ্ছে না। সংবাদ সম্মেলনে রতন কুমার দ্রুত চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
![]()
তবে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান।
তিনি বলেন, তথ্য সংগ্রহ ও তদন্তকাজে দেরি হওয়ায় চার্জশিট দেওয়া যায়নি। খুব শিগগিরই ওই মামলার চার্জশিট দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রতিনিধি/এসএস

