সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাজীগঞ্জে ৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ২

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২৫ জুন ২০২৪, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

হাজীগঞ্জে ৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার, আটক ২

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গর্ন্ধব্যপুর ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে সরকারি বরাদ্দের ৮৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৫ জুন) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্তের নেতৃত্বে ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, এ চাল প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের জিআর প্রকল্পের বরাদ্দ ছিল। ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু কারসাজি করে চাল গোপনে বিক্রি করার চেষ্টা করেছেন।

আরও পড়ুন

কালীগঞ্জে ভিজিএফের ২৬৪ বস্তা চাল বিক্রির অভিযোগ

এ বিষয়ে জানতে হাজীগঞ্জের ১০ নম্বর গর্ন্ধব্যপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুর মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করেননি।

সহকারী কমিশনার রিফাত জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে ওই বাড়ির মমিনের বসতঘর থেকে ২২ বস্তা সরকারি চাল, চালের ৮টি খালি বস্তা ও জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে ৬১ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

তিনি বলেন, এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর আলমের মেয়ে ও মেয়ের জামাতাকে আটক করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর