গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক নারীকে অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি মেহেদী হাসান (২২)-কে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৪ জুন) বিকেলে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গাজীপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ২
গ্রেফতার আসামি মেহেদী হাসান পলাশবাড়ী উপজেলার ভেলাকাপা গ্রামের সাজুমাজু মিয়ার ছেলে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর আড়াইটার দিকে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ভেলাকাপা এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: রংপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
বিজ্ঞাপন
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, এক নারীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মেহেদী হাসানের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা হয়। তখন থেকে এই আসামি আত্নগোপনে থাকেন। আজ সোমবার দুপুরের দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি মেহেদী হাসানকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
প্রতিনিধি/ এমইউ