মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইউপি মেম্বারের বিরুদ্ধে ২ ব্রিজের লোহার মালামাল বিক্রির অভিযোগ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ২৪ জুন ২০২৪, ১১:২৮ এএম

শেয়ার করুন:

ইউপি মেম্বারের বিরুদ্ধে ২ ব্রিজের লোহার মালামাল বিক্রির অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে এক ইউপি মেম্বারের বিরুদ্ধে স্থানীয় ২টি ব্রিজের লোহার মালামাল বিক্রির অভিযোগ করেছেন স্থানীরা।

এ ব্যাপারে রোববার (২৩ জুন) উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দীর্ঘা ইউনিয়েনের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাজিব শিকদার ওই ওয়ার্ডের শহীদ জননী কলেজ থেকে ঘোষকাঠী রাস্তার  চালিতাবড়ি খালের ওপর সলেমান শিকাদারের বাড়ি সংলগ্ন রাস্তায় থাকা লোহার ব্রিজের মালামাল এবং একই রাস্তার ভূমি অফিসের পিছনের রাস্তার ওপর থাকা ব্রিজের লোহার মালামাল খুলে নিয়ে তা বিক্রি করে দিয়েছেন। বিষয়টি তারা বাধা দিলেও চেয়ারম্যানের কথা বলে তিনি মালামালগুলো নিয়েছেন। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান এ বিষয়ে কিছুই জানেন না। স্থানীয়রা জানান, প্রায় ১০-১২ টনের বেশি ওজনের ওই সব লোহার মালামাল প্রকাশ্যে খুলে নিয়েছেন ওই মেম্বার।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই রাস্তার দু’টি স্থানের ব্রিজ নাই। একটিতে রাস্তা তৈরির জন্য বক্স কালভার্ট ও অন্যটিতে সাঁকো তৈরি করা হয়েছে। মেম্বারের বাড়ির সামনের উঠানে ব্রিুজের লোহার দু’টি পিলার ফেলে রাখা হয়েছে।

স্থানীয় লুৎফর শিকদারসহ একাধীন ব্যক্তি জানান, চালিতাবাড়ির খালের ওপর গার্ডার ব্রিজ তৈরির করে দেওয়ার কথা বলে গত ১৪ জুন ওই ওয়ার্ডের মেম্বার সেখানে থাকা লোহার ব্রিজ ভেঙে নেন।

স্থানীয় কদম আলী শিকদার জানান, ব্রিজটি ভেঙে নেওয়ার পর সাধারণ মানুষের চলাচলে সমস্যা হওয়ায় স্থানীয়দের সহায়তায় সেখানে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।

অভিযুক্ত ইউপি সদস্য মো. রাজীব শিকদার এই অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ফাঁসাতে এমন মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।

উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর