শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

গাইবান্ধায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২১ জুন ২০২৪, ০৯:৫১ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রতন মন্ডল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী হাজেরা বেগম (২৫) আহত হন।

শুক্রবার (২১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বালুয়া নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৬

নিহত রতন মন্ডল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আজ সকালের দিকে মোটরসাইকেলে চড়ে রতন মন্ডল তার স্ত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এরপর দুপুরের দিকে গোবিন্দগঞ্জের বালুয়া নামক স্থানে পৌঁছলে অপর একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় ছিটকে পড়ে রতন মন্ডল মারা যান এবং তার স্ত্রী হাজেরা বেগম গুরুতর আহত হন।

আরও পড়ুন: সিএনজিতে ট্যাংকলরির ধাক্কা, শিশু নিহত


বিজ্ঞাপন


এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, রংপুরগামী বাসের (ঢাকা-মেট্রো-স ১১-০৭৫৭) সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের (ঢাকা মেট্রো- ল ২৬-৮১১৮) মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর