সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

পারিবারিক অনুষ্ঠানে অতিরিক্ত মদপানে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২১ জুন ২০২৪, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার জাঝর এলাকায় পারিবারিক অনুষ্ঠানে অতিরিক্ত মদপানে ইশিতা রানী মণ্ডল ওরফে ইশিতা মল্লিক (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুন) দিবাগত রাত দেড়টার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


এ ঘটনায় ইশিতার বাবা প্রদীপ কুমার মল্লিক বাদী হয়ে গাছা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

নিহত ইশিতা মল্লিক গাছার জাঝর এলাকার বিপ্লব মল্লিকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাঝর মল্লিক বাড়িতে গত সোমবার ঈশিতা মল্লিক, তার স্বামী, বোন, বোন জামাই ও ননদকে সঙ্গে নিয়ে পারিবারিক গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

মেহেরপুরে ১০ লাখ টাকার হেরোইনসহ আটক ১

ওই অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পর দেশীয় মদ পরিবেশন করা হয়। এতে বিষক্রিয়ায় বিপ্লব মল্লিকের স্ত্রী ইশিতা মল্লিক গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার মরদেহের ময়নাতদন্ত শেষে শেষকৃত্য সম্পন্ন হয়। পরে পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের ব্যবস্থা করে। নিহত ইশিতা মল্লিকের ছয় ও আড়াই বছরের দুই মেয়ে রয়েছে।

গাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদ্যপানে ইশিতা মল্লিকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা  হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর