সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেহেরপুরে ১০ লাখ টাকার হেরোইনসহ আটক ১

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ২১ জুন ২০২৪, ১১:২১ এএম

শেয়ার করুন:

মেহেরপুরে ১০ লাখ টাকার হেরোইনসহ আটক ১

মেহেরপুরে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার হেরোইনসহ মিয়ারুল ইসলাম (৫৮) নামের এক ইজিবাইক চালককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার নুরপুর বাজার মোড়ে জিহাদ ফল ভাণ্ডারের উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে ১০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটক মিয়ারুল ইসলাম সদর উপজেলার হরিরামপুর গ্রামের মৃত ছামসুর রহমান মন্ডলের ছেলে।

আরও পড়ুন

১৩ গরু লুটের ঘটনায় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ব্রাঞ্চ) আহসান খান বিষয়টি নিশ্চিত করেছেন করে জানান, মেহেরপুর সদর উপজেলার সীমান্ত এলাকা হরিরামপুর গ্রাম থেকে হেরোইনের একটি বড় চালান পিরোজপুর গ্রামের দিকে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি সাইফুল আলমের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার (২০ জুন) রাত পৌনে ১০টার দিকে নুরপুর বাজার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে নুরপুর বাজারে জিহাদ ফল ভাণ্ডারের উত্তর পাশে পাকা রাস্তার ওপর থেকে ইজিবাইক চালক মিয়ারুল ইসলামকে আটক করেন। এ সময় তার লুঙ্গির নিচে বিশেষ কায়দায় তলপেটে রাখা সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।


বিজ্ঞাপন


ঘটনাস্থল থেকে মাদক পাচারের কাজে ব্যবহৃত তিন চাকা বিশিষ্ট একটি ইজিবাইক জব্দ করা হয়।

দু’জন পলাতকসহ আটক মিয়ারুল ইসলামের বিরুদ্ধে‌ মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর