শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

শরণার্থী দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

শরনার্থী দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের ‘রেজিলিয়েন্স-সক্ষমতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। 

বুধবার (১২ জুন) সন্ধ্যায় কক্সবাজার আর্ট ক্লাবের সহযোগিতায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কর্মরত মানবিক সহযোগিতা প্রদানকারী সংস্থাগুলোর সমন্বয়ে এ আয়োজন করা হয়েছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে ১ যুবক নিহত 

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আইএসসিজির ভারপ্রাপ্ত প্রধান মারকাস টপ, ইউএনএইচসিআর-এর প্রতিনিধি সুমবল রিজভীসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আইএনজিও এবং এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় আইএসসিজি প্রধান মারকাস টপ বলেন, প্রায় ১০ লাখ শরণার্থী অকল্পনীয় কষ্টের মধ্যেও প্রতিনিয়ত যে অবিশ্বাস্য সক্ষমতা দেখাচ্ছে, তারই প্রমাণ এই আলোকচিত্র প্রদর্শনী।

আরও পড়ুন: উখিয়ায় গোলাগুলিতে আরসা সন্ত্রাসী নিহত


বিজ্ঞাপন


কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে নানান প্রতিকূলতার মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের সক্ষমতার বিষয়টি প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। রোহিঙ্গা আলোকচিত্রী ও মানবিক সহায়তা সংস্থার কর্মীদের তোলা ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। এই আলোকচিত্র প্রদর্শনী আগামী ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস পর্যন্ত চলবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর