শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

মধুখালীতে মাইক্রোবাস-নসিমন সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৯ জুন ২০২৪, ০৭:৪৫ এএম

শেয়ার করুন:

loading/img

ফরিদপুরের মধুখালীতে মাইক্রোবাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিজামউদ্দিন (৫০) নামে এক মাইক্রোবাসের যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রাজধরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত নাজিমউদ্দিন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহগামী একটি মাইক্রোবাস ঢাকা-খুলনা মহাসড়কের রাজধরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মধুখালীগামী একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাস ও নসিমনটিকে জব্দ করে থানায় আনা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন