রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে জমজ ২ বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১৮ জুন ২০২৪, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে জমজ বোন হিরা ও মুক্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বগুড়ায় নদীতে ডুবে নিখোঁজ শিশুর সন্ধান মিলেনি

নিহত হিরা আক্তার (৪) ও মুক্তার আক্তার (৪) দেবীপুর গ্রামের সৌদি প্রবাসী আনোয়ার হোসেন পুটনের মেয়ে। দুই মেয়েকে হারিয়ে তাদের মা কাঁদতে কাঁদতে মুর্ছা যাচ্ছেন। কোনোভাবেই তাকে শান্ত করা যাচ্ছে না। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘর ও বাড়ির উঠানে হিরা ও মুক্তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে তাদের শরীর পুকুরের পানিতে ভেসে উঠতে দেখা যায়। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: পাড়ে কাপড় পরিষ্কার করছিলেন মা, ছেলে ডুবে গেল পদ্মায়


বিজ্ঞাপন


রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আলম চৌধুরী সুমন বলেন, দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ নেই। পরিবারের লোকজন তাদের দাফনের ব্যবস্থা করছেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর