বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ঢাকা

গাইবান্ধার ২ গ্রামে ঈদুল আজহা উদযাপন

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৬ জুন ২০২৪, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধার ২ গ্রামে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার দু’টি গ্রামে ঈদুল আজহা পালিত হয়েছে। 

রোববার (১৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর পুর্বপাড়া জামে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: শেষ মুহূর্তে জমজমাট কোরবানির পশুর হাট

এই নামাজে ইমামতি করেন মাওলানা মো. সাইফুল ইসলাম। নামাজে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। 

অপরদিকে সকাল ৯টার দিকে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্দা মধ্যপাড়া আহলে হাদিস জামে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এই নামাজে কয়েকটি পরিবারের ৩০-৩৫ জন মুসল্লি অংশ নেয়। এখানে ইমামতি করেন হাফেজ মো. মশিউর রহমান।  

আরও পড়ুন: কদর বেড়েছে ‘খাইট্টা’র 


বিজ্ঞাপন


নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন তারা। নামাজ শেষে বিশেষ মোনাজাত এবং একে-অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন মুসল্লিরা। এছাড়া আজ পশু কোরবানিও করবেন তারা। 

এ বিষয়ে ইমাম মাওলানা মো. সাইফুল ইসলাম জানান, চাঁদ দেখার ভিত্তিতে মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করি। এটা কুরআন ও হাদিস সম্মত। আগামীতে বিশ্বের সব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখেই সব মুসলিম এক দিন একসঙ্গে ঈদ উদযাপন করবে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর