শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বগুড়ায় ট্রাকচাপায় ২ জন নিহত

জেলা প্রতিনিধি, বগুড়া 
প্রকাশিত: ১৫ জুন ২০২৪, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় ট্রাকচাপায় ২ জন নিহত

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় দু’জন নিহত হয়েছেন।

শনিবার (১৫ জুন) দুপুরে ও শুক্রবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ঘোগা বটতলা এলাকায় দুর্ঘটনা দু’টি ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: জয়পুরহাটে ভটভটির ধাক্কায় এনজিও কর্মকর্তার মৃত্যু 

এ দুর্ঘটনায় নিহতরা হলেন - আব্দুল আলীম (৪৫) ও সাব্বির হোসেন (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বহুলী ইউনিয়নের মৃত মুক্তার খানের ছেলে আব্দুল আলীম বাড়ি থেকে শনিবার মোটরসাইকেল নিয়ে বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় যচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ঘোগা বটতলা এলাকায় পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। 
এতে ঘটনাস্থলেই আলীম মারা যান। 

আরও পড়ুন: মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু


বিজ্ঞাপন


অন্যদিকে শেরপুর উপজেলার গাড়ীদহ মডেল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের শাজাহান আলীর ছেলে সাব্বির হোসেন বিদ্যুৎ অফিসে চাকরি করেন। ঈদের বেতন-বোনাস পেয়ে দু’বছরের মেয়ের জন্য ঈদের কোনাকাটা করে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে শুক্রবার রাত ৯টায় ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী এলাকায় পৌঁছলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই মারা যান তিনি। 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ আবুল হাসেম বলেন, দুপুরের ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দু’টি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর