রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বিভিন্ন উদ্যোগ 

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বিভিন্ন উদ্যোগ 

দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই মহাসড়কে অন্য মহাসড়কের চেয়ে দ্বিগুণ মানুষজন যাতায়াত করেন। একই সঙ্গে কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়কে যাতায়াত করেন লাখ লাখ মানুষ। এবার এ মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ ও ভোগান্তিমুক্ত করতে উচ্ছেদ অভিযানসহ নানান উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ এবং পরিবহন সংগঠনের নেতারা। 

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে এ মহাসড়কের একটি অংশ পরিদর্শন করেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ৩৮ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং কোরবানির পশুবাহী ট্রাক নির্বিঘ্নে মহাসড়ক দিয়ে দেশের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নিমসার বাজার থেকে দাউদকান্দি পর্যন্ত পরিদর্শন করেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম । এ সময় উপস্থিত ছিলেন - ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  (ওসি) ইকবাল বাহার মজুমদার, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম, দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম, মিয়ার বাজার হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসেন প্রমুখ।

এছাড়া ঈদযাত্রা নিরাপদ ও ভোগান্তিমুক্ত করতে উচ্ছেদ অভিযানসহ নানান উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ এবং পরিবহন সংগঠনের নেতারা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে - মহাসড়কে তিন চাকার যান চলাচল ও চাঁদাবাজি বন্ধ, দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ, মহাসড়কের বিভিন্ন স্থানে অস্থায়ী বাজার বসতে না দেওয়া এবং কঠোর ট্রাফিক ব্যবস্থাপনা। এসব কারণে ঈদযাত্রা স্বস্তির হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম বলেন, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তির করতে আমরা সব প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে যানবাহনের মালিক-শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় বৈঠক করেছি ও তাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছি।


বিজ্ঞাপন


কোরবানির জন্য বহনকারী পশুর ট্রাক কোথাও থামানো যাবে না। হাইওয়ে রিজিয়নের ২২টি থানা-ফাঁড়ি এলাকায় ৬৪টি পেট্রোল টিম থাকবে। পাশাপাশি জরুরি সেবায় থাকবে ২৫টি কুইক রেসপন্স টিম। যেকোনো দুর্ঘটনা বা প্রতিবন্ধকতা দূর করতে পাঁচটি সরকারি ও ২২টি বেসরকারি রেকার প্রস্তুত রাখা হয়েছে। 

আরও পড়ুন: মুন্সিগঞ্জের লৌহজংয়ে পুত্রবধূর হাতে প্রাণ গেল শাশুড়ির

এছাড়া পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স থাকছে দুর্ঘটনায় হতাহতের সেবার জন্য। নিজস্ব দু’টি এ্যাম্বুলেন্স ও ২২ থানায় ২২ টি এ্যাবুলেন্স থাকবে বলে জানিয়েছেন এ অতিরিক্ত ডিআইজি। 

সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মহাসড়কে যানবাহন ও গরুবোঝাই ট্রাক না থামানোর নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে খাইরুল ইসলাম বলেন, এতে নির্বিঘ্নে যান চলাচল করতে পারবে। ২৫টি গোয়েন্দা টিম কাজ করবে। একটি পূর্ণাঙ্গ কন্ট্রোলরুম থাকছে। পাশাপাশি থাকছে ২২টি সাব-কন্ট্রোলরুম। ৮২১ কিলোমিটার জাতীয় ও আঞ্চলিক সড়কে কোথাও কোনো সংগঠন কিংবা চক্র চাঁদাবাজি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশের পাশাপাশি এবার ঈদে বিশেষ ইউনিফর্মে হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের প্রশিক্ষিত সদস্যরা মাঠে থাকবে বলেও জানান পুলিশ সুপার খাইরুল আলম। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর