বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

৩৮ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১২ জুন ২০২৪, ০৯:১৭ পিএম

শেয়ার করুন:

৩৮ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না

পিরোজপুরের ইন্দুরকানীতে সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ আসামি ৩৮ বছর আত্মগোপনে থেকেও আইনের হাত থেকে রক্ষা পাননি।

মঙ্গলবার (১১ জুন) রাতে সাজাপ্রাপ্ত আসামি মো. হাসান আলী সরদারকে (৬৭) খুলনার লবন চোরা থানার জিন্নাপাড়া থেকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: কী অপরাধ ছিল আমার স্বামীর?

আসামি মো. হাসান আলী সরদার উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুরি গ্রামের মেসের আলী সরদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৯ সালে ডাকাতি মামলায় মো. হাসান আলী সরদারের অনুপস্থিতিতে তাকে সাত বছর কারাদণ্ড দেয় আদালত। রায় ঘোষণার পর হাসান আলী সরদার তার নাম পরিবর্তন করে খুলনার লবন চোরা থানার জিন্নাপাড়া এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস শুরু করে আসছিল। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ কারণে তাকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে ইন্দুরকানী থানার এসআই আবদুল জলিল ও এএসআই মুনসুর আলম।

আরও পড়ুন: র‌্যাব পরিচয়ে কারখানা শ্রমিকদের বেতনের টাকা লুট


বিজ্ঞাপন


এ বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, সাজাপ্রাপ্ত আসামি মো. হাসান আলী সরদার নিজের ও বাবার নাম পরিবর্তন করে ৩৮ বছর আত্মগোপনে থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করে। আজ সকালে হাসান আলী সরদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর