ফেনীর ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার পশুর হাটে নোয়াখালী থেকে আসা এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর করে মহিষ ছিনিয়ে নেওয়ার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১১ জুন) রাতে বাদী হয়ে মহিষ ব্যবসায়ী শাহাবুদ্দিন দুলাল ছাগলনাইয়া থানায় চাঁদাবাজির মামলা করেন।
বিজ্ঞাপন
মামলার পর প্রই প্রধান আসামি নুরুল আলম ওরফে বাচ্চু মিয়া ও তার সহযোগী শাহীনকে গ্রেফতার করে থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দু’জনের বাড়ি উপজেলার পৌরসভার বাঁশপাড়া এলাকায়। ভুক্তভোগী মহিষ ব্যবসায়ী দুলালের বাড়ি নোয়াখালীর কবির হাটে।
আরও পড়ুন
দুলাল জানান, মঙ্গলবার দুপুরের পর ৯টি মহিষ নিয়ে নোয়াখালী থেকে ছাগলনাইয়া মির্জার বাজার পশুর হাটে আসেন এবং তার সঙ্গে দু’জন সহযোগী ছিলেন। গাড়ি থেকে মহিষ নামানোর সময় স্থানীয় মহিষ ব্যাপারী নুরুল আলম ওরফে বাচ্চু মিয়া বাধা দিয়ে বলেন- নোয়াখালী থেকে ছাগলনাইয়ার হাটে মহিষ নিয়ে আসলে তার ব্যবসায় ধস নামবে। এমন কথা বলে তাকে বাধা সৃষ্টি করলেও একপর্যায়ে গাড়ি থেকে মহিষ নামান দুলাল। এতে সঙ্গে সঙ্গে বাচ্চু ও তার সহযোগীরা তাকে মারধর করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
বিজ্ঞাপন
দুলাল জানিয়েছেন, ৯টি মহিষের মধ্যে একটি মহিষ জোর করে ছিনিয়ে নিয়ে যায় বাচ্চুর সহযোগীরা। পরে খবর পেয়ে পুলিশ উপজেলার দক্ষিণ সতেরো এলাকা থেকে ছিনিয়ে নেওয়া মহিষটি উদ্ধার করেছে।
ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম জানিয়েছেন, ছাগলনাইয়ার মির্জার বাজারে মহিষ ছিনতাইয়ের ঘটনায় দু’জনকে আটক করে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এসএস