বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ময়মনসিংহে বিপুল অস্ত্রসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১২ জুন ২০২৪, ০৮:৩২ এএম

শেয়ার করুন:

loading/img

ময়মনসিংহ নগরীর পুরোহিতপাড়া এলাকা থেকে একটি পিস্তল, তিনটি রিভলবারসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেই সঙ্গে ৪৭টি ককটেল, ৫টি ফেনসিডিলসহ ২৭৯টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ জুন) দিবাগত রাতে নগরীর পুরোহিতপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১১ জুন) বিকেলে সংশ্লিষ্ট মামলায় আসামিদের ময়মনসিংহের চিফ জুডিশিয়াল আদালতে পাঠিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।


বিজ্ঞাপন


গ্রেফতার আসামিরা হলেন— মো. সেলিম মিয়া (৬৫) ও জামিল হোসেন (২৪)। তারা চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

ওসি ফারুক হোসেন জানান, ধারণা করা হচ্ছে, আসামিরা অবৈধ আগ্নেয়াস্ত্র, ককটেল ও মাদক কারবারি চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে সাতদিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে। আশা করছি জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর