মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

১০০ মেধাবী অসচ্ছল ছাত্রীকে বাইসাইকেল উপহার

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৯ জুন ২০২৪, ০৮:৪৭ এএম

শেয়ার করুন:

loading/img

যশোরে প্রত্যন্ত অঞ্চলের ১০০ মেধাবী অসচ্ছল ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

শনিবার (৮ জুন) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ছাত্রীদের হাতে এই বাইসাইকেল তুলে দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।


বিজ্ঞাপন


বিদ্যালয় থেকে যাদের বাড়ি দূরে তারা এই বাইসাইকেল পাওয়া যারপরনাই খুশি।

যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, বীর প্রতীক ইসহাক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ অসচ্ছল ও মেধাবী ছাত্রীদের এই সাইকেল উপহার দেওয়া হয়।

বাইসাইকেল পাওয়া ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুনের বাড়ি ধলগ্রাম ইউনিয়নের নতুন গ্রামে। স্কুল থেকে তার বাড়ির দূরত্ব দেড় কিলোমিটার। সাইকেল পেয়ে আপ্লুত ফাতেমা জানায়, এতদিন দেড় কিলোমিটার পায়ে হেঁটে স্কুলে আসা যাওয়া করতে হতো। এখন থেকে নিজের সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া আসা করতে পারবে। তার স্কুলে যাওয়া আসার কষ্ট দূর হলো। এখন সে মন দিয়ে লেখাপড়া করতে পারবে।

আরও পড়ুন

কলাকোপায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে এই বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাঘারপাড়া উপজেলা প্রশাসন।

বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসনে আরা তান্নি বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই উদ্যোগের মাধ্যমে এই শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত সহজ হয়ে যাবে। আশা করছি  সাইকেল পাওয়ার পর শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারবে।  ফলাফলও ভালো হবে। সাইকেল পাওয়ার পর শিক্ষার্থীদের যে হাসি দেখেছি, তার মূল্য অনেক। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে এই সুবিধা দেওয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা।

সাইকেল বিতরণ উপলক্ষে ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। অনুষ্ঠানের প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন।

আরও পড়ুন

মিরসরাইয়ে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ছাত্রলীগ

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার (চলতি দায়িত্ব) মো. কামরুজ্জামান, বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী, ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম রবি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন