চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্রলীগ।
শনিবার (৮ জুন) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।
বিজ্ঞাপন
ওইদিন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু।
![]()
এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেল ও আরিফুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন- মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, ধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন ইরান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল নাহিদ, মিথুন শর্মা, নিজামপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নূরের ছাপা নয়ন, খৈয়াছরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল হাসান রাবিব, কাটাছরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম, মিরসরাই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপন।
_20240608_160143703.jpg)
বিজ্ঞাপন
এ সময় আরও উপস্থিত ছিলেন- মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
মুরাদ এসএসসি পাস করলেও কাঁদছেন বাবা-মা
সবশেষে মিরসরাই উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসার জিপিএ-৫ প্রাপ্ত ৩১৭ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপস্থিত অতিথিরা।
প্রতিনিধি/এসএস

