মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ঢাকা

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ১৩টি গরু লুট

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৮ জুন ২০২৪, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ১৩টি গরু লুট

গবাদি পশুর খামার থেকে অস্ত্র ঠেকিয়ে ২৫ লাখ টাকা মূল্যের শাহীওয়াল জাতের ১৩টি গরু লুট করে নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা।

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয় নারায়ণপুর খান অ্যাগ্রো ফার্ম থেকে শুক্রবার (৭ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এ খবর ছড়িয়ে পড়লে জেলার ৫ হাজারের বেশি খামারিদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।

Messenger_creation_aaab26aa-668b-4721-8337-35e81d079ce2

খামার মালিক ও শ্রমিকরা জানায়, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ১৫/২০ জনের ডাকাত দল খামারের পেছনের টিন কেটে প্রবেশ করে খামারের ভেতরে থাকা শ্রমিকদের হাত-পা ও মুখ বেঁধে ১৩টি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। কিছু গরু দড়ি কেটে ছেড়ে দেয়।

আরও পড়ুন

গাইবান্ধায় চোরাই ১২ গরু উদ্ধার

খামার মালিক দাউদ খান বলেন, এ সময় দুর্বৃত্তরা খামারের শ্রমিকদের মারধরও করে। খামারে মোট ২১টি গরু ছিল। লুট হওয়া গরুগুলো উন্নতমানের শাহীওয়াল জাতের। প্রতিটি গরুর ওজন ৬ মনের বেশি। প্রতিটির বাজার মূল্য রয়েছে দুই লাখের বেশি।

Messenger_creation_d955ffdb-669d-4abb-9717-3ecacb982078

খামারিরা জানান, পুলিশের টহল জোরদার থাকলে এমন ঘটনা ঠেকানো যেত। পুলিশ চাইলে উদ্ধার করা সম্ভব। খামারে ঢুকে এভাবে লুটের ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে জেলার ৫ হাজারের বেশি খামারির মাঝে।

Messenger_creation_ae7f27bd-dadd-4540-829b-621f60639514

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীন মোহাম্মদ বলেন, মাঠে সক্রিয় আছে পুলিশ। পুলিশ ইতোমধ্যে বিষয়টি জন্য মাঠে কাজ করছে। অভিযান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, ফেনীতে ১ বছরে ২২টি গরু চুরির মামলা হয়েছে। এতে চুরি হয় ৪৯টি গবাদিপশু।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর