শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় চোরাই ১২ গরু উদ্ধার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৮ জুন ২০২৪, ০৫:২৬ পিএম

শেয়ার করুন:

loading/img

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ইউনিয়নের যমুনা নদীর চরের কাশবন থেকে চোরাই ১২টি গরু উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার (৮ জুন) দুপুরে সাঘাটা থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল‍্যা আল মামুন। 

পুলিশ সুপার আব্দুল‍্যা আল মামুন জানান, গাইবান্ধা জেলার পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনা মোতাবেক সাঘাটা থানার ওসি মমতাজুল হক একটি বিশেষ টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ জুন) সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাথালিয়ার বুগার পটল যমুনা নদীর চরে কাশবনে অভিযান পরিচালনা করেন। এসময় কাশবনের ভেতর থেকে চুরি হওয়া ছোট-বড় ১২টি গরু উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল‍্যা আল মামুন বলেন, চুরি হওয়া গরুগুলোর মধ্যে ৪টির মালিককে পাওয়া গেছে। অন্য  ৮টি গরুর  মালিক না পাওয়ায় জব্দ করা  হয়েছে। প্রকৃত মালিক পাওয়া গেলে তাদেরকে দেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub