শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

জাম পাড়তে উঠে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৮ জুন ২০২৪, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজশাহীর তানোর উপজেলায় জাম পাড়ার সময় গাছ থেকে পড়ে জয়নাল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত জয়নাল তানোর পৌরসভার শিতলী পাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

আরও পড়ুন

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

তানোর থানার ওসি আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, জয়নাল নামে ওই কিশোর শনিবার সকালে উপজেলা পরিষদ এলাকায় জাম পাড়ার জন্য গাছে ওঠে। একপর্যায়ে সে নিচে পড়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন