বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

হরিণাকুন্ডে ভ্যান উল্টে শিশু নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৭ জুন ২০২৪, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

হরিণাকুন্ডুতে ভ্যান উল্টে শিশু নিহত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পাখিভ্যান উল্টে পুকুরে পড়ে নাঈম (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার তৈলটুপী গ্রামের জামাত বিক্রস ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত নাঈম ওই গ্রামের গোলজার আলির ছেলে। সে তৈলটুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

আরও পড়ুন

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নাঈম তার বাবা-মার সঙ্গে ইবি থানার ঝাউদিয়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাধুহাটি-ঝাউদিয়া সড়কের তৈলটুপী গ্রামের জামাত বিক্রস ইটভাটার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

হরিণাকুণ্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, ভ্যান উল্টে শিশু নিহত হওয়ার ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত পরে বলতে পারব।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর