নীলফামারী সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন সুফিয়া বানু (৪০) নামে এক স্কুল শিক্ষিকা। উক্ত ঘটনায় ওই শিক্ষিকার স্বামী আব্দুল হাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে শহরের ইটাখোলা সিংদই বসুনিয়া পাড়ার হাতিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গাইবান্ধায় নদীর ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি
বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।
নিহত সুফিয়া বানু কচুকাটা ঘোনপাড়ার আব্দুল হাইয়ের স্ত্রী এবং স্থানীয় দুহুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
আরও পড়ুন: জেলের জালে মাছের ‘আকাল’
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও স্বজন সূত্রে জানা যায়, আজ বিকেলে ওই শিক্ষিকা স্কুল থেকে তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সে সময়ে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুফিয়া বানু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার স্বামীকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ওসি আরও বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/ এমইউ