মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

দুই বউ চলে যাওয়ায় যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ০৪ জুন ২০২৪, ০৯:০৫ এএম

শেয়ার করুন:

loading/img

রাজবাড়ীর কালুখালীতে পারিবারিক কলহের জেরে দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন হৃদয় শেখ (২২) নামে এক যুবক। বিচ্ছেদের কষ্টে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

রোববার (২ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের রফিক শেখের ছেলে হৃদয় শেখ।

এদিকে মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হৃদয়ের আইডি থেকে একটি স্ট্যাটাসে লিখেছেন, আসলে মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে সেটা যতবারই মনে পড়ে না কেন ততবারই তাকে মেরে ফেলে। এত সুন্দর জীবন মানুষের হয়, আর আমার জীবন দুঃখে ভরা, ভালো থাকুক এই ত্রিভুবনের মানুষগুলো। সত্যি বলতে মানুষ কখনোই কিছু ভুলতে পারে না, সেটা তাকে মনে করতেই হবে। এই দুনিয়ায় মানুষগুলো বড়ই স্বার্থপর। ছেড়ে দিতে হচ্ছে সব মায়া ত্যাগ করে। চলে যাওয়ার পেছনে কেউ নেই। নিজের ইচ্ছাতেই ছেড়ে দিলাম এই দুনিয়া, ভালো থাকুক সবাই।

আরও পড়ুন

ছেলে হত্যার মামলা করে উল্টো মিথ্যা মামলায় জর্জরিত দিনমজুর বাবা

উল্লেখ্য, মৃত হৃদয়ের মা পারভিন বেগম গতরাতে ওয়াশ রুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখেন হৃদয়ের রুম বন্ধ। পরে দরজা ধাক্কাধাক্কি করলে, দরজা খুলে দেখে সিলিং ফ্যানে ফাঁস লাগানো অবস্থায় তার ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, হৃদয় শেখ দু’টি বিয়ে করেছিলেন। দুই স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। নিহত হৃদয় শেখের বাবা রফিক শেখ বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। হ্দয়ও সৌদি আরবে থাকতেন বেশ কয়েকদিন হলো বাড়িতে এসেছেন।

কালুখালী থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, আমরা খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহত হৃদয়ের লাশ উদ্ধার করেছি। লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন