রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

বগুড়ায় নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, বগুড়া 
প্রকাশিত: ০৩ জুন ২০২৪, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ৩

ভারত থেকে চোরাই পথে আনা দুই হাজার ৪০০ পিস নিষিদ্ধ নেশা জাতীয় ইনজেকশনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

রোববার(২ জুন) দিবাগত রাত ২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে বগুড়া সদর থানার বাঘোপাড়া এলাকায় এসআর পরিবহনে বাস তল্লাশি করে নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: রাস্তায় মাতলামির অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহীর উপ-পরিদর্শক হুমায়ুন কবীর এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রোববার রাতে মহাসড়কের বগুড়া সদর থানার বাঘোপাড়া এলাকায় অবস্থান নেন। এরপর রাত ২টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী এসআর পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাসের টিকিটবিহীন যাত্রী এনামুল হক (৪৫) ও ইউনুচ আলী (৩৮) ও বাসের হেলপার আবুল কাশেমকে (২৫) গ্রেফতার করা হয়। পরে তাদের হেফাজতে থাকা ব্যাগ তল্লাশি করে দুই হাজার ৪০০ পিস অবৈধ মাদকদ্রব্য বুফ্রেনরফাইন (যার বানিজ্যিক নাম কুপিজেসিক) ইনজেকশনের এ্যাম্পুল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: অভয়নগরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর অভিযোগ


বিজ্ঞাপন


হুমায়ুন কবীর আরও বলেন, গ্রেফতার ব্যক্তিরা পরস্পর যোগসাজশ করে নিষিদ্ধ নেশাজাতীয় ইনজেকশনগুলো চোরাই পথে ভারত থেকে পাচার করে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

গ্রেফতার তিনজনের নামে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর