মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাস্তায় মাতলামির অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০২ জুন ২০২৪, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

রাস্তায় মাতলামির অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৫

শেরপুরের নালিতাবাড়ীতে মদ পান করে রাস্তায় মাতলামি ও লোকজনের ওপর আক্রমণাত্মক আচরণের অভিযোগে যুবলীগ নেতা মাহমুদুল হাসানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

রোববার (২ জুন) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মো. আবুল কালাম আজাদ।

আরও পড়ুন: সাদুল্লাপুরে পাথরবোঝাই ট্রাকে মিলল ২০ কেজি গাঁজা, গ্রেফতার ২

গ্রেফতারকৃত ওই যুবলীগ নেতা নন্নী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান (৩২)।

এর আগে শনিবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকায় ডিবি পুলিশ মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন


গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন - নালিতাবাড়ী উপজেলার নন্নী নিশ্চিন্তপুর এলাকার মৃত আব্দুল মোতালেব দুদুর ছেলে মাহমুদুল হাসান (৩২), বনকুড়া চৌরাস্তা এলাকার মৃত খাদেম আলীর ছেলে সফিকুল ইসলাম (৩৫), নন্নী ডেকড়াপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে আলম মিয়া (৪০), নন্নী বাইগড় পাড়া এলাকার মৃত রাজ মাহমুদের ছেলে সফিকুল ইসলাম (৩৯) ও নন্নী ডেকড়াপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে রায়হান মিয়া (৪০)।

আরও পড়ুন: অভায়নগরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর অভিযোগ

ডিবি পুলিশ জানায়, মদ খেয়ে রাস্তায় মাতলামি করে আইনশৃঙ্খলা ভঙ্গ ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপরাধে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃতদের রোববার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর