চট্টগ্রামে ইয়াবা কেনার টাকা না পেয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে এক যুবক। এ ঘটনায় ছেলে ওমর ফারুককে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ মে) রাতে নগরের পাহাড়তলী থানার ভেলুয়ার দিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মায়ের নাম রিনা আক্তার চন্দনা (৪০)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার আকতার হোসেনের স্ত্রী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মঈনুর রহমান বলেন, ওমর ফারুক মাদকাসক্ত ছিলেন। তিনি নিয়মিত ইয়াবা সেবন করেন। রোববার রাতে টাকার জন্য মাকে চাপ প্রয়োগ করে। টাকা না দেওয়ায় ঘরে থাকা বটি দিয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই রিনা আক্তারের মৃত্যু হয়।
এ ঘটনায় ওমর ফারুকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
টিবি